নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার আনন্দধারা স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৩০০ করে প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড শিখা ও এফ ডাব্লিউ সি এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।