নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা জাগো বাংলাদেশের আয়োজনে অত্র প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত স্কুলের ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ছোটবনগ্রাম স্কুল প্রাঙ্গনে এনসিসি ব্যাংকের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময়ে অত্র সংস্থা সিনিয়র প্রজেক্ট অফিসার ময়নুল ইসলাম ও শিক্ষা সমন্বয়কারী জিহাদুল ইসলামসহ ভিবিডি টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে প্রধান অতিথি শিশুদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য ধন্যবাদ জানান। সেইসাথে উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানা তিনি।