নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বরণে আজ শনিবার কুমারপাড়া মোড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে পথচারী ও জনসাধারণের মাঝে এই মাস্ক তিনি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, নগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য মাসুদ আহম্মেদ, মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহেমিনুল ইসলাম মানিক, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার।
আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রেলওয়ে ওপেন লাইন শাখার দপ্তর সম্পাদক ওয়াহেদ আলী মুন, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিগেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় করোনা ভাইরাসে সচেতন করার লক্ষে ১ হাজার সারজিক্যাল মাস্ক বিতরণ করেন ডাবলু সরকার।