নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার লোক করোনায় আক্রান্ত এবং প্রায় দুইশ এর উপরে প্রতিদিন মানুষ করোনায় মারা যাচ্ছে। জনগণকে বাঁচাতে সরকার দিনের পর দিন, মাসের পর মাস লকডাউন দিয়ে রেখেছিলেন। ফলে দেশে অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। মানুষের আয়ের উৎসা না থাকায় বহু কষ্টে তারা দিনাদিপাত করেছে, এখনো করছে।
জনগণ ও দেশের কথা ভেবে কিছু বিধি নিষেধ প্রদান করে সরকার লকডাউন শিথিল করেছে। সেইসাথে সরকারীভাবে করোনার টিকা গ্রহনের নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ১৯নং ওয়ার্ডেও শুরু হয়েছে টিকা প্রদান। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা প্রদানের উদ্বোধন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এ সময়ে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় এই টিকা প্রদান করা হচ্ছে।করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা কোন বিকল্প নাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যায় করে টিকা ক্রয় করে জনগনের মধ্যে বিনামুল্যে প্রদান করছেন। পর্যায়ক্রমে তিনি দেশের সকল মানুষকে টিকা দেবেন বলে জানান তিনি।
কাউন্সিলর বলেন, তার ওয়ার্ডে সব থেকে বেশী মানুষের বসবাস। তিনি আজকে বিকেল পর্যন্ত ছোটবন গ্রাম প্রাইমারী স্কুল ও কাউন্সিলর কার্যালয়, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার এবং শিরোইল কাউন্সিল কার্যালয়ে ৩০০০হাজার জনকে টিকা প্রদান করবেন বলে জানান।
কাউন্সিলল আরো বলেন, পর্যায়ক্রমে অত্র ওয়ার্ডের সকল মানুষকে তিনি টিকার আওতায় নিয়ে আসবেন। তিনি বলেন, টিকা নিলেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে হবে তা নয়। করোনা থেকে রেহাই পেতে সরকারী নির্দেশনা মেনে চলতে উপস্থিত জনগণকে অনুরোধ করেন। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহনের আহবান জানান তিনি। আর আগামী সোমবার টিকা নেয়ার জন্য বিনামূল্যে কাউন্সিলর কার্যালয়ে যেয়ে নিবন্ধন করার পরামর্শ দেন কাউন্সিলর সুমন।