স্পোর্টস ডেস্ক : নিজেদের লা লিগা মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কোচ কার্লো আনচেলত্তি ও ঋণ শেষে গ্যারেথ বেলের প্রত্যাবর্তণ দারুণভাবেই রাঙালো রিয়াল মাদ্রিদ। যদিও মেন্দিজারোজা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের বদলে যায় দৃশ্যপট। ৪৮ মিনিটে এডেন হ্যাজার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড বেনজেমা। এরপর গোল উৎসবে মেতে ওঠে লস-ব্লাঙ্কোসরা। মদ্রিচের সহায়তায় ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাচো। আর ৬২ মিনিটে নিজের জোড়া পূরণ করেন কোভিড জয়ী বেনজেমা।
৬৫ মিনিটে জোসেলুর পেনাল্টি গোলে আলাভেস ব্যবধান কমালেও ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিশিয়াস জুনিয়র।