নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়। রাজশাহী জুয়েলারী মালিক সমিতি জেলা শাখা এবং স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজ রোববার দুপুরে সাহেব বাজার স্বর্ণপট্টির সামনে এই খাবার বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ, অর্থ বিষয়ূক সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক শামীম।
এছাড়াও স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা বাইরোন, সহ-সভাপতি রবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রশিদ রাজা, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, মালিক সমিতির সভাপতি আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সঞ্চিত সরকার, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম অপু, পাদুকা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম মিলন, স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল মোমিন, ডলার, সাগর ও সম্রাট উপস্থিত ছিলেন।