নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রোবরার বাদ আসর তেরখাদিয়া মার্কেটের সামনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোশাবিরুল ইসলাম, সদস্য মকলেসুর রহমান কচি, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি বাবলুর রহমান বাবুসহ ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমামগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যর রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন তেরখাদিয়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওরানা ইমরান আজিজ। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।