নিজস্ব প্রতিবেদক: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে ‘বঙ্গমাতা স্মৃতি সংসদ’ এর পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) মহানগর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান কোয়েল।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা স্মৃতি সংসদের সভাপতি শহিদুল ইসলাম বাবু ও সভা সঞ্চালনা করেন বঙ্গমাতা স্মৃতি সংসদের সদস্য আল মামুন।