নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১৬ আগস্ট) নগরীর ষষ্টিতলায় রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।
রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য প্রফেসর আব্দুস সামাদ, ডিএম জিয়া, রায়হানুল হক রায়হান, তোফায়েল হোসেন রাজু, সদর আলী, তাজমুলতান টুটুল, সাইদুর রহমান মন্টু, জাকিরুল ইসলাম বিকুল, কামরুজ্জামান হেনা, আব্দুর রাজ্জাক ও অধ্যাপক সিরাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহবায়ক আলম মাস্টার ও আব্দুর রফিক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপি’র সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত ও সহ-সভাপতি আলমগীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক আব্দুল মালেক, সাবেক সভাপতি আব্দুস সালাম শাওয়াল ও বিএনপি নেতা হযরত আলী।
এছাড়াও বাগমারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, দূর্গাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব জোবায়েদ হোসেন, দূর্গাপুর পৌরসভা মেয়র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কুতুব উদ্দীন, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সখিনা বেগম, সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন ও দপ্তর সম্পাদক সৈয়দ রুমেনা হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির আহম্মেদ মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন কনক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাতেন সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভাপতি ও সদস্য সচিব বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তি চান এবং বলেন, ১৫ আগস্ট বেগম জিয়া জন্ম তারিখ সঠিক। এর প্রমানও আছে। তারা আরো বলেন, বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ্য। তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন। এ অবস্থায় তারা বেগম জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা তাজ উদ্দিন।