নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে দু:স্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়। রাজশাহীতে অবস্থিত দশটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে নগরীর শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বর, আলুপট্টি ও কোর্ট ষ্টেশন এলাকায় এই খাবার বিতরণ করা হয়।
শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলুপট্টি মোড় এলাকায় খাবার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং কোর্ট ষ্টেশন এলাকায় বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।
এসময়ে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা সেবা ফাউন্ডেশনের সভাপতি রুপন কুমার দত্ত, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, উত্তরণ সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি মিজানুর রহমান, পার্টনার সংস্থার সভাপতি লিমা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, রুরাল ডিভেলপমেন্ট প্রোগ্রাম অব পিপুলস এর সাধারণ সম্পাদক জাকির হোসেন, রাজশাহী সোনালী দিন মানব কল্যাণ সংস্থার সভাপতি হিরন, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের সভাপতি রাফি ও জনসেবায় ভয়েস অব ইউথ এর সভাপতি মাহফুজুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।