নিজস্ব প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের তিন নেতার উদ্যোগে ৭৫০ জন গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর পাঠানপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবারের প্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
খাবারের প্যাকেট বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচীর আয়োজক ছিলেন মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য আসাদুজ্জামান ইমন ও রাশেদুল ইসলাম লিমন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।