নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন। বিশেষ অতিথি ছিলেন মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ সকল ওয়ার্ড, থানা, উপজেলা ও পৌর বিভিন্ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
মাহফিলে অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তাঁর পরিবারের শাহাদত বরনকারী সদস্য, মৃতব্যক্তি, মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, মৃত বিশ্বের সকল মুসলমানের রুহের মাগফিরাত কামনা এবং করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।