নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট থানার শিশাতলা গ্রাম এলাকায় অপারেশন চালিয়ে ৪৯৮ পিচ ইয়াবাসহ আজ বুধবার (১৮ আগস্ট) দুুপর ২ টার দিকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামি চারঘাট থানার চামটা এলাকার মৃত আকছেদ মণ্ডলের ছেলে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (বাকের)।
ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চামটা এলাকা হতে শিশাতলা মোড় থেকে বানেশ্বরে যাওয়ার জন্য একজন মাদক ব্যবসায়ী ব্যাটারী চালিত অটোরিক্সাতে করে যাত্রীবেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর প্রায় ১.২৫টার দিকে শিশাতলার কাছে ব্যাটারী চালিত অটোরিক্সাটি পৌঁছালে ড্রাইভারকে থামানোর কথা বলা হয়। রিক্সার ড্রাইভার থামানোর সাথে সাথে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে অটোরিক্সা থেকে নেমে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনা স্থলেই আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে।