নিজস্ব প্রতিবেদক: নগরীর নিউ মার্কেট সংলগ্ন গোরহাঙ্গা মহল্লায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
অসুস্থ আওয়ামী লীগ নেতা শরীফ উদ্দিন বেশকিছু দিন যাবৎ কোমড়ের মেরুদন্ডের জটিল সমস্যা কারণে বিছানা থেকে উঠা নামা করতে পারে না। পরে ডাক্তারের পরামর্শে তাকে কিছু পরীক্ষা দিলে তারপর তার মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। সেইসাথে তার হার্ট এর সমস্যা এবং ডায়াবেটিস দেখা দেয়। বর্তমানে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বস্ত করেছেন। সেই লক্ষে সর্বদা আমি আপনাদের পাশে থাকবো। অসুস্থ শরীফ উদ্দিন-কে চিন্তা না করার পরামর্শ দেন তিনি। সেইসাথে মহান আল্লাহ তায়ালার নিকট তার সুস্থ্যতার জন্য দোয়া করেন। তিনি বলেন, আস্তে করে একটা চেয়ারে বসে নামাজ আদায় করবেন। তাহলে কোমড়ে অনেক আরাম পাবেন। নামাজের মাধ্যমে অনেক রোগ দূর হয়ে যায়। তার চিকিৎসার জন্য যথাসাধ্য সহায়তা করার আশ্বাস প্রদান করেন ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সানি, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন ও ছাত্রলীগ নেতা অনিক হাসান।