নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ শুক্রবার (২০ আগস্ট) রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের নেতৃত্বে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টের দিকে রওনা দেন এবং ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
মিছিলটি সামনের দিকে এগুতে থাকলে পুলিশ পতিমধ্যে ব্যারিকেট দিয়ে বাধার সৃষ্টি করে। তারা পুলিশি ব্যারিকেট ভেঙ্গে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সেখানেও তারা এই সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন। সেইসাথে মিছিল থেকে এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষি ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এসময়ে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর রহমান ও আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সভাপতি আসাদুজ্জামান জনি।
এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ শিমুল, রুহুল আমিন ও আনোয়ার হোসেন, সহ- প্রচার সম্পাদক রায়হান কায়সার, বন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সেলিম, বোয়ারিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দল নেতা মিনু, সম্রাট ও শরিফ, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি, পরাগ, রাসেল ও লালন, কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মন্টু ও মতিহার থানা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলে নেতা সোহান, বাবু এবং রাজুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।