নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে আজ রোববার কাজিহাটা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক আসিক হোসেন দিপুর আয়োজনে ও রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নাবিল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ফিরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ দ্বীপ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রাসিক দত্ত, বোয়ালিয়া থানা ( পুর্ব) ছাত্রলীগের সভাপতি বিলাস, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বাবু,হাসিব, সাজ্জাদ বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতা এমিল, সজিব, রাজিব, সাজিব।
এছাড়াও রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরুখ, রাজশাহী কলেজ ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক বিপ্লব, নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ইমন ও নাইম, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিশাল, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদ, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অর্না বলেন, পাকিস্তানের দোসররা জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন আওয়ামী লীগকে স্বমূলে ধ্বংশ করতে চেয়ে যখন পারেনি, তখন ২০০৪ সালে একুশে আগস্ট বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আবার সেই চেষ্টা করেছিলো তারা। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান। তিনি প্রাণে বাঁচলে সাবেক মাহমাণ্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ চব্বিশজন সেদিন শহীদ হন।
শুধু তাই নয় শত শত আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী আহত হন। তারা আজও গ্রেনেডের স্প্রিন্টারের সেই দু:সহ আঘাত বয়ে বেড়াচ্ছেন। কিন্তু আজও নানা কারনে সেই মামলার রায় কার্যকর হয়নি। তিনি দ্রুত রায়কর করার দাবী জানান। সেইসাথে আগামীতে ষড়যন্ত্রকারীরা যেন এমন ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে তিনি মাদ্রাসার শিক্ষক ও অন্যান্যদের মধ্যে খাবার বিতরণ করেন।