নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে ২টি এসি প্রদান করা হয়েছে। সোমবার বাদ মাগরিব উপস্থিত থেকে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এসি ২টির রিমোট তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন মেয়র। একইসাথে রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ওমর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।