রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীর ইসমাইল হত্যা মামলার সকল আসামীর বিরুদ্ধে চার্জসিট গঠনের নির্দেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত ইসমাইল হোসেন হত্যা মামলা বর্তমানে বিশেষ ট্রাইব্যুালে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার তারিখ ছিলো। আসামী পক্ষের এ্যাডভোকেট মিজান চার্জসিট ভুক্ত তের আসামীর অব্যাহতি চান। কিন্তু বিজ্ঞ আদালতের বিচারক অনুপ কুমার আসামী পক্ষের আবেদন আমলে না নিয়ে সকল আসামীর বিরুদ্ধে চার্জসিট গঠন করার নির্দেশ দেন বলে বাদিপক্ষের এ্যাডভোকেট বিশেষ ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি এন্তাজুল হক মানু জানান।

আসামীরা হলেন, পালপুরের মৃত মাইনুলের ছেলে আবু সুফিয়ান(৫০), মালিগাছার জকিমুদ্দিন এর ছেলে অসীম রেজা(৩২), ধরমপুরের সামাদ শেখ এর ছেলে জাহির(৪৫), মৃত জকিমুদ্দিন এর ছেলে মোস্তাক আহম্মেদ ওরফে মেজরা (৩৫), মালীগাছার গোলাম মোস্তফার ছেলে শরীফ দুলাল ওরফে সেতু(৩৬), জকিমুদ্দিন এর ছেলে সাখায়াত হোসেন(৪০), মৃত শাহজাহান এর ছেলৈ মীর কাশিম অরফে সাহেব(৪৮), মৃদ ইমাম মন্ডলের ছেলে লাভলু(৫০), মৃত সাজাহান আলীর ছেলে ভকত আলী( ৪২)।

রায়হান আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫), ভকত আলী ছেলে সিজাব( ২০), মৃত লায়েব আলীর ছেলে মাসুম আকতার স্বাধীন(৪৩), রায়হান আলী ছেলে মিনারুল ইসলাম ওরফে মিলন(৩৮) এদের সবার বাড়ি মালিগাছায়, ধরমপুরের মৃত আব্দুল জলিলের ছেলে বুলবুল(৪৫), গোলাম জিলানীর ছেলে গোলাম দোস্তগীর রানা( ৩৮), আজাহারের ছেলে হিটলার (৩৫), মৃত আব্দুল মজিদের ছেলে গিয়াস উদ্দিন (৫৭), গোলাম রাব্বানীর ছেলে ওমর ফারুক জিহাদী(৪০), সবার বাড়ি পালপুর, ফজলুর রহমানের ছেলে আব্দুল মালেক পান্না( ৪০), মোয়াজ্জেম আলীর ছেলে আকবার আলী( ৪০), সোহরাব আলীর ছেলে মুক্তার আলী (৩০), এদের সবার বাড়ি কাজীহাটা ও মালিগাছা গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে সাকিম উদ্দিন।

এছাড়াও মালিগাছা গ্রামের মৃত এনামুল হক সেন্টুর ছেলে ডালিম(৩৫), মৃত কায়েম উদ্দিন এর ছেলে বয়েন উদ্দিন বনাব(৪৫) সবার বাড়ি মালিগাছা, ধরমপুরের শমসেরের ছেলে গোলাম নবী তিতু(৪২), মালিগাছার নাস্তার আলীর ছেলৈ সানাউল্লাহ( ৩৫), পালপুরের সাইদুল ইসলামের ছেলে রনি আহম্মেদ(২৫), মালীগাছার রায়হান আলীর ছেলে বসির আহম্মেদ ওরফে বাবু( ৩৪), ধরমপুর সরকার পাড়ার আল্লাম শেখ এর ছেলে ইউনুস আলী(৩২)।

মালীগাছার মৃত মনসুর রহমানের ছেলে শফিকুল ইসলাম শফি (৪৩), মৃত আতাউর ওরফে আতা শাহর ছেলে আব্দুল মালেক শাহ(৫০), আব্দুল জব্বারের ছেলে মামুন হাসান মাইনাস(২৫), ধরমপুরের বাসির আলীর ছেলে টনিক(২৬), পালপুরের ওমর আলীর ছেলে মিলন(২৮), গড়ডাইং গ্রামের তসিরের ছেলে কালাম (১৯),গোদাগাড়ী থানার অভিযোগপত্র নং-৩৬২, তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ সাল, ধারা ১৪৩/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin