নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী জেলা ও সফররত সিরাজগঞ্জ জেলা গোল শুন্য ড্র করলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে রাজশাহী ৪-৩ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে। দিনের অন্য খেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ও নওগাঁ জেলা গোল শুন্য ড্র করলে এ খেলাও ট্রাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে রাাজশাহী সিটি কর্পোরেশন ৬-৫ গোলে সফররত নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। এদিকে রাজশাহী শাীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে রাজশাহী জেলা ১-০ গোলে সফররত পাবনা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের শপ্না জয়সুচক গোলটি করেন। অপর খেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ১-০ গোলে সফররত বগুড়া জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের মেহনাজ জয়সুটক গোলটি করেন। আগামী শনিবার বালক বালিকা বিভাগে রাজশাহী জেলার সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।