নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে বেসরকারী উন্নয়ন সংস্থা, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকেল ৫.২০টায় লক্ষীপুর ভাটাপাড়া কামাল খাঁ মোড় এলাকার নিজ সংস্থার কার্যালয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলার নুরুজ্জামান টুকু। বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, মার্কেন্টাইল ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট, হেড অফ দ্যা ব্রাঞ্চ আব্দুল মাতিন ও নয়া ভাইস প্রেসিডেন্ট, হেড অফ দ্যা ব্রাঞ্চ, মার্কেন্টাইল ব্যাংক রাজশাহীর আলতামাস আল মাসুদ জামালীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা ও সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক সালমান আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক রতন আলী ও সেচ্ছাসেবকসহ আরো অনেকে ।