নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচী পালন ও খাবার বিতরণ করা হয়। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মোহনপুর উপজেলার কেশরহাটে অবস্থিত সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর উপর প্রামান্য চিত্র প্রদর্শন, শিশু ও কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান এবং শেষে ১৫০ জন দুস্থ, দরিদ্র ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব শাপলার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাপলা কার্যনির্বাহী কমিটি কোষাধ্যক্ষ আলী নেওয়াজ। এছাড়াও অত্র সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং দুস্থ, দরিদ্র ও এতিম ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।