নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছাত্রদল নেতৃবৃন্দদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। নেতৃবৃন্দরা হলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মোহাম্মদ আলী, চারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া ও চারঘাট পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার। তারা এতদিন উচ্চ আদালতের দেয়া জামিনে ছিলেন।
রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল বলেন, চারঘাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হয়। এই মামলায় উচ্চ আদালতে তারা জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার রাজশাহী জজর্ কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত।
সভাপতিসহ রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে পাতানো ঐ নির্বাচনে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ছাত্রনেতাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবান জানান হয়। সেইসাথে অবিলম্বে এই নেতাদের নি:শর্ত মুক্তির দাবী জানান তারা।