নিজস্ব প্রতিবেদক: মধু অত্যন্ত পুষ্টি জাতীয় একটি খাবার। পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মধূ ও মৌচাষ গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদি, পাবনা এর উদ্যোগে মৌমাছি, মধু ও মৌপণ্য পরিচিতি শীর্ষক মৌ খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থার শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আজ শনিবার সকাল ১০টায় সুগারক্রপ রিসার্চ সেন্টারের মহা পরিচালক ড. আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ দিনের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুগারক্রপ রিসার্চ সেন্টারের পরিচালক ড. সমজিত পাল, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও উত্তরবঙ্গ মৌচাষ কল্যাণ সমিতির উপদেষ্টা মোহসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ মৌচাষ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে বৃহত্তর রাজশাহীর ৩০ জন মৌচাষী অংশগ্রহন করেন।