নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মুজিববর্ষ বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের আয়োজনে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খায়রুল আলম ফরহাদ, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন ও বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান রতন। এছাড়াও ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।