নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। আজ রোববার রাজশাহী বিশেষ ট্রাইব্যুানালে এই সাক্ষ্য গ্রহন শুরু হয়। প্রথম দিনে মামলার বাদী নিহত ইসমাইলে স্ত্রী বিজলা বেগম এবং আরেক স্বাক্ষী আব্দুল হামিদ বিচারক অনুপ কুমার এর সামনে স্বাক্ষ্যদেন। তারা উভয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনেরর দিন তাদের সামনে আসামীগণ ইসমাইলকে হত্যা করেন।
এসময়ে আসামী পক্ষের এ্যাডভোকেট মিজানুর রহমান বাদিপক্ষের এ্যাডভোকেট বিশেষ ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এন্তাজুল হক মানু উপস্থিত ছিলেন। তাঁরা উভয়ে বলেন, সবে সাক্ষি শুরু হয়েছে। সকল স্বাক্ষি শেষ হলেই বোঝা যাবে। তবে তাঁরা উভয়ে আশাবাদি আইন তাদের সর্বচ্চে শাস্তি দেবেন।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেন।