রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আজ রোববার (২৯আগস্ট ) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ আটককৃত সকল ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ২নং কাজলা গেট থেকে মিছিলটি শুরু হয়ে অক্ট্রয় মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল, মেহেদি হাসান, আহসান হাবিব, মাহমুদুল মিঠু, আব্দুল লতিব সম্রাট ও মারুফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রয়, তাকবীর আহমেদ ইমন, আবু জুয়েল, রাসেল রানা, আল আমিন সহ বিভিন্ন হল ও অনুষদের ছাত্র নেতৃবৃন্দ।