নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ও সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানির আর্থিক সহয়তায় এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ জেলা রেটিং দাবালীগ আজ বুধবার (১ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এই লীগে ২৫টি ক্লাবের ১২৫ জন দাবাড়ু অংশ গ্রহন করছে।
ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লীগের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)। প্রধান অতিথি বলেন, ৬৪টি জেলার মধ্যে প্রথম রাজশাহীতে শুরু করা হলো। পর্যায়ক্রমে অন্য জেলাগুলিতে শুরু করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, দাবা বুদ্ধির খেলা। কাজেই আমাদের সন্তানদের ভালো করে গড়ে তুলতে হবে। যেন তারা একদিন দেশের সুনাম বয়ে আনতে পারে।
রাজশাহী জেলা পুলিশ সুপার এ. বি. এম মাসুদ হোসেন বিপিএম(বার) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জ ডি.আই.জি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।
ঢাকা থেকে সংযুক্ত হন বাংলদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন । এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীর ও সদস্য সচিব কাওসার আলী ইতিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।