নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য হয়ে পড়েছে। যে কোন দিন এই ওয়ার্ডে উপনির্বাচনের তপশিল ঘোষনা হতে পারে। এ উপলক্ষে অত্র ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন।
অত্র ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনকে সামনে রেখে মহল্লায় মহল্লায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক রাসিক কাউন্সিলর এ কে এম রাসেদুল হাসান টুলু। তিনি গতকাল বিকেলে ওয়ার্ডের বিভিন্ন শুধিজনদের মতবিনিময় করেন। এসময়ে তারা টুলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামী কাউন্সিলর নির্বাচনে তার পক্ষে হয়ে নির্বাচনী প্রচারণা এবং ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড বাসী গাউসুজ্জামান (মুইন), আক্তারুল হাসান অপু, রিমন, মুক্তা, টিটু, সাজ্জাদ, টিটু, তানভির, জাহিদ, আক্তার ও সাজ্জাদ নুর মুহাম্মাদ লালু, রুবেল হোসেন রুবেল, হিরু, দুখু, আওলি, মিলন, কাইউমসহ আরো অনেকে।