নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আকতার হোসেন ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন।
উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সংগঠনের মহানগর, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও সভাপতি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বর্তমান সরকার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কারণ তারেক রহমান দেশে আসলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার তাদের অন্যায়, অত্যাচার, দূর্নীতি, খুম, গুম ও করোনা টিকা নিয়ে মিথ্যাচার ঢাকতে এখন স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের নায়ক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, গণতন্ত্রের পথ প্রদর্শক, উন্নয়নের রুপকার এবং কৃষিতে যিনি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ একটি মর্যদাশীল রাষ্ট্রে হিসেবে বিশ্বের নিকট তুলে ধরেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে।
তারা আারো বলেন, জিয়াউর রহমানের কবর ও লাশ নিয়ে সরকার মিথ্যাচার করছে। জিয়াউর রহমানকে নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র এ দেশের মানুষ রুখে দেবে বলে বক্তব্যে উল্লেখ করেন তারা। তারা বলেন, এই সরকারের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই সরকারের কবল থেকে গণতন্ত্র পূণরুদ্ধার এবং দেশের জনগণকে বাঁচাতে বিএনপি’র কোন বিকল্প নাই বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, দ্রুত সময়েরর মধ্যে সরকার পতনের ডাক আসবে। এই ডাকে সাড়া দেয়ার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান বক্তারা।
বক্তব্য শেষে বেগম জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।