নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় মেয়র বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে টাইগাররা।
টানা দ্বিতীয় ম্যাচ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে জয়ের ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে বলে আশা করছি।