নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ জেলা রেটিং দাবালীগ শেষ হয়েছে। এ উপলক্ষে সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলতি মাসের ১ তারিখ বুধবার এই লীগ শুরু হয়েছিলো। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ও সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানির আর্থিক সহায়তায় এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে লীগে ২৫টি ক্লাবের ১২৫ জন দাবাড়ু অংশগ্রহন করেছিলেন।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। রাজশাহী জেলা রেঞ্জ ডি.আই.জি আব্দুল বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়ে তিনি বলেন, দাবা খেলা অত্যন্ত মনোযোগের এবং রাজকীয় খেলা। খেলায় যারা ভাল করেন তারা লেখাপড়াতেও ভাল করেন। খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন এবং যারা অংশ গ্রহন করে জয়লাভ করতে পারেননি তাদের প্রতি আগামীর জন্য শুভকামনা করেন তিনি।
ঢাকায় যে দুইজন খেলোয়ার যাবে তাদের দুইটি এবং দাবা সংগঠনের জন্য আরো দুইটি ল্যাপটপ প্রদান করার ঘোষনা দেন প্রধান অতিথি। সেইসাথে আগামীতেও এই খেলায় পৃষ্ঠোপোষকতা ও সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে প্রথমস্থান অধিকারী ক্লাবকে ত্রিশ হাজার টাকা এবং ক্রেষ্ট, রানার-আপ ক্লাবকে পঁচিশ হাজার টাকা ও ক্রেষ্ট এবং তৃতীয় স্থান অধিকারী ক্লাবকে বিশ হাজার টাকা চেক প্রদান করেন। সেইসাথে খেলোয়ারদের মধ্যে সনদ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ. বি. এম মাসুদ হোসেন বিপিএম(বার), সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী (অনু), দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীর ও সাধারণ সম্পাদক কাওসার আলী ইতিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।