নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী অফিসের আট দালালকে গ্রেফতার করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জনকে ১০ দিন এবং তিনজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দেন।
১০ দিন কারাদন্ড প্রাপ্ত দালালেরা হলেন- ফরহাদ (৩৫), রাসেল (৩৫), হাফিজ (৩২), রবিউল ইসলাম (৩০) ও জাহিদ হাসান (২৩)। আর সাতদিন কারাদন্ড প্রাপ্তরা হলেন- শাফি (২২), মমিনুল হক (৬০), এবং আয়াতুল্লাহ (৩৪)। রোববার দুপুরে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় বিআরটিএ অফিসের আশপাশ থেকে এঁেদর আটক করে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব তথ্য জানায়। র্যাব জানায়, এসব আসামিরা দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে এবং এর আশপাশে অবস্থান করে ড্রাইভিং সনদ প্রদান করার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন।
এছাড়াও তাঁরা বিআরটিএ অফিসে সরকারী কাজে বাধা প্রদানসহ আরও অন্যান্য অপরাধ করে আসছিলেন। এর প্রেক্ষিতে র্যাব তাঁদের আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের কারাদন্ড দেন।