নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার আজ মঙ্গলবার দুইজনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। ষষ্ঠ দিনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার, সুরতহাল প্রতিবেদন তৈরী করার সময় উপস্থিত মুরারীপুরের নিরাবুল ইসলাম ও কাশিয়াডাঙ্গার মিজানুর রহমানের স্বাক্ষ্যগ্রহন করেন। এই স্বাক্ষীরা সুরত হাল প্রতিবেদনের সময় যা দেখেছেন তা বিচারকের সামনে বর্ননা করেন।
মোট ২৯ জন মধ্যে সর্বোমোট ১৪জনের স্বাক্ষী গ্রহন করেন বিচারক। তবে মুল প্রত্যক্ষদর্শী স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষ হয়েছে বলে জানান যুবলীগ নেতা ইসমাইলের আইনজীবি বিশেষ ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু। তারা উভয়ে বলেন, মুল স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আজ সুরতহালের প্রত্যক্ষদর্শীর স্বাক্ষীগ্রহন করা হলো। এরপর ডাক্তার ও পুলিশের স্বাক্ষ্যগ্রহন শেষ হলে দ্রুত আর্গুমেন্ট করে বিচারক রায় প্রদান করবেন বলে জানান তাঁরা।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর মামলা স্বাক্ষ্যগ্রহন গত আগস্ট মাসের ২৮ তারিখ হতে রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে শুরু চলমান রয়েছে।