নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরবাসীকে করোনার কবল থেকে রক্ষা করতে করোনা দ্বিতীয় ডোজ টিকা প্রদান আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৮, ১১১ ও ১২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরই ধারাবাহিকতায় রাসিক ৬নং ওয়ার্ডেও চারদিন ব্যাপি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন কাউন্সিলর নুরুজ্জামান টুকু। তিনি সকাল ৮টায় নগরীর লক্ষ্মীপুরস্থ বাহাই কেন্দ্রে এর উদ্বোধন করেন। সেইসাথে প্যারামেডিকেলে টিকা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি তাঁর ওয়ার্ডের তিন হাজার ছয়শত জনকে করোনার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করেছেন। আগাশীকাল বুধবার টিকা দিয়ে দুইদিন বন্ধ থাকিবে। আবার ১১ তারিখ শনিবার শুরু হয়ে পরের দিন ১২ তারিখ বোরবার শেষ হবে বলে জানান তিনি। এই চারদিনে পপ্রথম ডোজ গ্রহনকারী সকলকে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার আহবান জানান কাউন্সিলর টুকু।