নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক যোগে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবন ও অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের শুভ উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় বেলুন উড়িয়ে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, নওহাটা পৌরসভা মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, নওহাটা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা এ,এইচ,এম, মাহাবুব-উর-রশিদ, পবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য এখন থেকে সারাদেশে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন ভূমি মালিকগণ। এই পদ্ধতি চালু হওয়ার ফলে জনদূর্ভোগ, হয়রানি ও দূর্নীতিমুক্ত ভূমি সেবা পাওয়া যাবে বলে উপস্থিত অতিথিবৃন্দ বলেন।