নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে রাজশাহীতে ভ্যান নিয়ে সারা শহর ঘুরে প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। তিনি ফেস্টুন নিয়ে ভ্যানে করে নগরীর কাজলা থেকে শুরু করেন এই র্যালি। এসময়ে তিনি বলেন, করোনা ভাইরাস, হার্ট, লিভার ও কিডনি রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছেনা।
যার ফলে তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই সরকার জঘন্যতম ষড়যন্ত্র করে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে প্রেরণ করেছিলো। বর্তমানে তাঁকে অসুস্থ্যতার জন্য কারাগার থেকে মুক্তি দিলেও মুলত এই সরকার তাঁকে কারাগারেই রেখেছেন। তাঁকে চকিৎসার জন্য বিদেশে নিতে দিচ্ছেনা। এতে তাঁর অবস্থা ক্রমন্বয়ে আসংখ্যাজনক হয়ে পড়ছে। এ অবস্থায় বেগম জিয়ার কিছু হলে এ দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি।
টুকটুকি আরো বলেন, দেশের প্রতিটি মানুষ এখন কারাগারে বসবাস করছেন। কেউ প্রাণ খুলে কথা বলতে পারেন না। এই সরকারের অত্যাচারে জনগণ হাসতে ভূলে গেছে। নিত্যপন্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে হাঁপিয়ে উঠেছে জনগণ। প্রতিবাদ করতে গেলে হয় খুন, খুম কিংবা মামলায় জর্জড়িত হতে হচ্ছে। এছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে।
জণগণ এই অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করে সরকার পতনের জন্য জনগণকে রাজপথে নেমে আন্দোলন করার আহবান জানান তিনি। সেইসাথে বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবী জানান এই নেত্রী। এসময়ে তার সঙ্গে ছিলেন জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেদানা, মহিলা দলের নেত্রী শিল্পি, লতিকা ও কনিকা।