নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ফুটবল এসোসিশেনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার(১১ সেপ্টেম্বর) থেকে প্রিমিয়ার ডিভিশনের ৮টি ও ১ম বিভাগের ১০ টি দল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ শুরু হবে।
দলগুলি যথাক্রমে আবাহনী ক্রীড়া চক্র,দিগস্ত প্রসারী সংঘ, উপশহর স্পোর্টিং ক্লাব,এ্যালাইড ক্লাব, রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব, আলিফ লাম মিম সংঘ ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ১ম বিভাগে শিরইল স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, টাউন ক্লাব, শিমলা স্পোর্টিং ক্লাব, স্পোর্টস ক্লাব, সাবু স্মৃতি সংঘ, টাইগার স্পোটিং ক্লাব, হেলেনাবাদ কলোনী ক্লাব, কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রাজশাহী ফুটবল ট্রেনিং সেন্টার।
উদ্বোধনী দিনে প্রিমিয়ার ডিভিশনের আবাহনী ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্র অংশ নেবে। এই লীগের উদ্বোধন করবেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।