নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর একটি রেস্তোরাতে এ সভা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু, এড. ইব্রাহিম হোসেন, এসএম একরামুল হক, জকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, পবা- মোহনপুর অসনের এমপি আয়েন উদ্দিন।
আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোহা: আসাদুজ্জামান আসাদ, বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, পুঠিয়া-দুর্গাপুরের এমপি প্রফেসর ডাক্তার মনসুর রহমান, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য মর্জিনা পারভীন ও আনিকা ফারিহা জামান অর্ণা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, জামাত-বিএনপি আবারো গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাদের যেকোন ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। তিনি আরো বলেন, প্রধাসমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে বেশি করে প্রচার করতে হবে। জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের ব্যাপকভাব উন্নয়ন সাধিত হয়।