নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান দারুশা শাখার আয়োজনে আজ সোমবার দুপুর ১২টার দিকে ১০০টি পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অত্র শাখা এলাকার প্রতিটি পরিবারের মধ্যে একটি করে আম রুপালী ও একটি মেহগণি গাছের চারাসহ মোট দুইশটি গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অত্র সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গাছের চারা বিতরণ করেন। এসময়ে দারুশা এলাকার বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী, সংস্থার এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও দারুশা শাখার শাখা ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শুধিজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, পর্যায়ক্রমে অত্র সংস্থার পাঁচটি শাখার মাধ্যমে পাঁচশত পরিবারের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হবে। আজ পর্যন্ত তিনটি শাখার তিনশ পরিবারের মধ্যে ছয়টি গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।