নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের শেষ দিন। শেষদিন হওয়ায় অত্র ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামিনুর রহমান রিডার তাঁর দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন-২০২১ আহমেদ আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময়ে তিনি বলেন, সময়ের প্রয়োজনে এবং অত্র ওয়ার্ডের উন্নয়নের জন্য ওয়ার্ডবাসী তাঁকে নির্বাচন করার পরামর্শ দেন। সবার মতামতের ভিত্তিতে তিনি নির্বাচনে নেমেছেন। এলাকার সুষ্ঠু উন্নয়ন ও সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য ওয়ার্ডবাসী তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে এলাকার অঙ্গুর রাস্তাঘাট সংস্কার, পানি ও পয়নিস্কাশনের সুষ্ঠু ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার এবং সন্ত্রাস নির্মূলে তিনি জীববনবাজি রেখে কাজ করবেন। এই কাজগুলো সম্পাদনে সহায়তা করতে ওয়ার্ডবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেন রিডার। মনোনয়ন জমা দেয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবক আনার, পাপ্পু, মেরিন, আরাফাত, শরৎ ও শাহনুরসহ আরো অনেকে।
এদিকে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহমেদ আলী বলেন আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। সেখানে সব প্রার্থীকে সময়মত স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য অত্র ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ড কাউন্সিলর শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হচ্ছে।