নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর এ.কে.এম রাশেদুল হাসান টুলু। রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন-২০২১ আহমেদ আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময়ে তিনি বলেন, দীর্ঘদিন থেকে তিনি রাজনীতি করে আসছেন। বিগত সময়ে তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই ওয়ার্ড সম্পর্কে তাঁর ভাল ধারনা রয়েছে। ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে তিনি তা জানেন। তিনি যখন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সে সময়ে ব্যাপক উন্নয়ন করেছিলেন। এই উন্নয়নের ধারা আবারও সচল করতে ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ্য এবং যুব সমাজের মতামতের ভিত্তিতে তিনি নির্বাচন করছেন বলে জানান টুলু।
এদিকে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহমেদ আলী বলেন, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। সেখানে সব প্রার্থীকে সময়মত স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।
জয়ের বিষয়ে জানতে চাইলে টুলু বলেন, এই ওয়ার্ডের সবাই চেনেন তাঁকে। সবার সাথে সুসম্পর্ক রয়েছে। এছাড়াও অত্র ওয়ার্ডের বেশীরভাগ নেতৃস্থানীয় ব্যক্তি তাঁকে সমর্থন দিয়েছেন। সেইসাথে কাউন্সিলর পদপ্রার্থী রাকিব হাসান তাঁকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন এবং তাঁর সমর্থক ও আত্মীয়স্বজন সবাই তাঁর প্রতি সমর্থন দিয়েছেন। এবস্থায় সবার দোয়া এবং ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন।
উল্লেখ্য অত্র ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ড কাউন্সিলর শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হচ্ছে।