নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ে অবস্থিত রাজশাহী জেলার একমাত্র ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটর সততা ইলেকট্রনিক্স ওয়ালটন শো-রুমে শুরু হচ্ছে বিশাল কিস্তি মেলা। ক্রেতাগণ সততা ইলেকট্রনিক্স থেকে যেকোনো পণ্য নগদে কিনলেই থাকছে বিশাল ছাড়। যেকোনো সাইজের এলইডি টিভি ক্রয় করলেই পাচ্ছেন একটি ম্যাজিক চুলা একদম ফ্রি।
যে কোন ফ্রিজ নগদে বা কিস্তিতে ক্রয় করলে একটি মোবাইল ফোন একদম ফ্রি। যে কোনো এসি নগদে কিনলে একটি গ্যাসের চুলা বা চার্জার ফ্যান একদম ফ্রী। এর সাথে কিস্তির সকল অফার তো থাকছেই।
সততা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ বলছেন কিস্তি মেলায় শূন্যভাগ ডাউনপেমেন্টে আট মাসের সহজ কিস্তিতে যেকোনো পণ্য নিতে পারবেন। এছ্ড়াাও থাকছে ৬ মাসে শূন্যভাগ কিস্তি সুবিধা। আর এই সুযোগ থাকছে শুধুমাত্র সততা ইলেকট্রনিক্সে। এই সকল সুবিধা পেতে ক্রেতাগণ আর দেরী না করে সততা ইলেকট্রনিক্সে এসে পছন্দের ওয়ালটনপন্য ক্রয় করার আহবান জানান তারা। যোগাযোগ- খোরশেদ সুপারমার্কেট, ছোটবনগ্রাম, চন্দ্রিমা থানা, রাজশাহী। মোবাইল ০১৩২১৫২১৯২৩।