নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণের লক্ষ্যে উচ্চমূল্য অপ্রচলিত ফলের প্রদর্শণী প্লটগুলো পরিদর্শণ ও চারা রোপণ করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান এবং বিএমডিএ এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ।
বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় গোদাগাড়ী জোন-১ দপ্তরের বিপরীতে তাঁর এই গাছের চারা রোপন করেন। এ সময় তিনি সকল চারা ঠিকমত লাগানো এবং যত্নসহকারে পরিচর্যা করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করেন। চারা রোপনের পর দোয়া করা হয়। পরে তিনি গোদাগাড়ী জোন-১ অফিস ভবন পরিদর্শণ করেন এবং জোনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এ.টি.এম রফিকুল ইসলাম,শরীফুল হক। এছাড়াও রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, সংশ্লিষ্ট জোনের সহকারী প্রকৌশলী রফিকুল হাসান, সহকারী ব্যবস্থাপক (কৃষি) মনিরুল ইসলাম ও হাফিজুল কবীর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ফরিদ উদ্দীন ও নুরুন্নবী (রাজু) উপস্থিত ছিলেন।