নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ক লিফলেট বিতরণ করেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেট, খাঁচা মার্কেট ও মনোহারি মার্কেটসহ বাজার অঞ্চলে এই লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহমেদ, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার ও নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মৃদুল কুমার সাহা।