বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

রাজশাহীতে প্রফেশনাল সোস্যাল ওয়াকার্স ফাউন্ডেশনের ভেড়া প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: াজশাহী সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মর্কর্তাদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক কল্যান মূলক প্রতিষ্ঠান প্রফেশনাল সোস্যাল ওয়াকার্স ফাউন্ডেশন (পি.এস.ডবিøও.এফ) দরিদ্রদের মধ্যে ভেড়া প্রদান করেন। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পি.এস.ডবিøও.এফ রাজশাহীর প্রেসিডেন্ট মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। সভা সঞ্চালনা করেন পি.এস.ডবিøও.এফ রাজশাহীর সাধারণ সম্পাদক আনসার আলী।

আরো উপস্থিত ছিলেন পি.এস.ডবিøও.এফ রাজশাহীর কর্মকর্তা পিয়ার বকস, হায়তুনা বেগম, মক্কবুল হোসেন, ইদ্রিস আহম্মদ, কামারুজ্জামান, মতিউর রহমান, আতিকুল ইসলাম, আতাউর রহমান, সোলেমান আলী, অনু চৌধুরী ও আসাদুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পি.এস.ডবিøও.এফ একটি ভাল উদ্যোগ নিয়েছে। সরকারের উন্নয়নমূলক কাজে তারা সহযোগিতা করছেন। এই ভেড়া পালন ক রে নিজেদের স্বাবলম্বী করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগেেনর উন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচী গ্রহন করেছেন। বিনামূল্যে বাসস্থান এবং আইজিএ মূলক কর্মকান্ড পরিচালনা করেছন। উপস্থিত ভেড়া গ্রহনকারীদের এগুলো বিক্রি না করে লালন-পালন করে বেশী হলে বিক্রি করার পরামর্শ দেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি মুন্নি বেগম, আখি খাতুন, সোনাভান, রাশেদুল ইসলাম, শমিমা, সোহান ও আজহার আলীর হাতে একজোড়া করে মোট ১৪টি ভেড়া প্রদান করেন। ভেড়া পেয়ে সুবিধাভোগিগণ অত্যন্ত খুশি। তারা এই ভেড়া পালন করে বড় করবেন এবং পাল বেড়ে গেলে সেগুলো বিক্রি করে সংসারের কাজে লাগাবেন বলে জানান তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin