নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এন.এম আল মামুন চৌধুরী এঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজের প্রফেসর শাহ তৈবুর রহমান চৌধুরী।
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, সিটি কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-আরিফ সাদ ও বোয়ালিয়া থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আননাফি খান মন।
সদস্য সচিব লিমন ভারপ্রাপ্ত অধ্যক্ষর এঁর নিকট কলেজে স্বঅবস্থান তৈরী করার অনুরোধ করেন। সেইসাথে তারা যেন কলেজে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা করতে পারেন সে পরিবেশ তৈরী করতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট অনুরোধ করেন তিনি। এছাড়াও কলেজের সকল কাজে সহযোগিতা করার প্রতিশ্রæতি দেন তারা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এন.এম আল মামুন চৌধুরী নেতৃবৃন্দের কথা শোনেন এবং বলেন, দীর্ঘ দেড় বছর পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তরিঘরি কোন কিছু না করে পর্যায়ক্রমে সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।