নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুরে নগর ভবনে মেয়রদপ্তর কক্ষে রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^াস মুতিউর রহমান বাদশাহ্ ও সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দীন। সাক্ষাৎকালে যুবলীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন ও একেএম মুক্তাদির রহমান শিমুলসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।