এস.আর.ডেস্ক: মার্কিন ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজার এবং জার্মানির বায়োএনটেক জানিয়েছে, তাদের তৈরি করোনাভাইরাসের টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ এবং শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সম্ভাব্য সব জায়গাতে শিগগিরই শিশুদের ওপর এই টিকা প্রয়োগের অনুমোদনের আবেদন করা হবে বলে জানিয়েছে তারা।
কোম্পানি দুইটি জানিয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষায় টিকাটি পাঁচ থেকে ১১ বছর বয়সীদের যে পরিমাণ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে তার সঙ্গে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের উপর করা পরীক্ষার ফলাফলের মিল রয়েছে। এছাড়া টিকাটির নিরাপত্তাও বড়দের সঙ্গেও তুলনা করা যায়।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শিশুরোগ বেড়েছে ২৪০ শতাংশ- এতে জনস্বাস্থ্যে টিকাপ্রয়োগের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।’ জরুরি ভিত্তিতে এই টিকা শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন চাওয়া হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে।
এই মাসে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, শিশুদের ওপর টিকার নিরাপত্তা ও কার্যকারিতার প্রমাণ উপস্থাপন করে আবেদন করা হলে তিন সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দেওয়া হবে।