নিজস্ব প্রতিবেদক:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বিশ^ ব্যাংকের অর্থায়নে স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা প্রকল্প’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত স্বল্প আয়ের মানুষের আধিক্য অধ্যুসিত সেটেলমেন্ট অন্তভুর্ক্তিকরণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগর ভবনে মেয়রদপ্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেন প্রকল্প’র স্পেশালিস্টবৃন্দ ও পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার সহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় জানানো হয়, ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা প্রকল্প’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১০টির অধিক দরিদ্র বসতিতে বসবাসরত পরিবারের মানুষের জন্য ভৌত অবকাঠামো উন্নয়ন, উন্নত নগর পরিকল্পনার জন্য জিআইসি মানচিত্রে লেআউট ডিজাইন প্রণয়ন করে প্রাথমিক ও মাধ্যম পর্যায়ে ভৌত পরিকাঠামো উন্নতকরণ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, চলাচলের পথ ব্যবহার, বিদ্যুৎ এবং বর্জ্য ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সেবাসমূহের মান্নোনয়ন করা, জনসমষ্টি সমূহকে উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করে কমিউনিটি বেজড কন্ট্রাক্ট বাস্তবায়ন করা, সিডিসি সমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সভায় আইএমসি ওয়ার্ল্ডওয়াইড-ইউকে এর ইন্টারন্যাশনাল ডেপুটি টিম লিডার মিহাইলো লুজাক, সোশ্যাল/রি-সেটেলমেন্ট স্পেশালিস্ট নজরুল ইসলাম, ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা প্রকল্প’র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সামস উদ্দিন মোঃ রফি, মনিটরিং এন্ড ইভ্যুলেশন স্পেশালিস্ট খন্দকার হুমায়ুন কবির।
সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব নূর ইসলাম তুষার, উপদেষ্টা কবির আরিফুল হক কুমার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।