নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক সাইদুর রহমান মৃত্যুবরন করায় তিনমাসের জন্য মীর মাসুদুর রহমান রানাকে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু এবং সদস্য সচিব নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টিটু বলেন, বেশ কয়েকদিন পূর্বে সেখানকার আহবায়ক মারা যাওয়ায় রানাকে এই দায়িত্ব দেয়া হলো।